বুলেট ট্রেন এবার শুধুই সময়ের অপেক্ষা, তৈরি ব্রিজ

দেশে কবে শুরু হচ্ছে বুলেট ট্রেন?

author-image
SWETA MITRA
New Update
bulle train.jpg

নিজস্ব সংবাদদাতা: দেশেবুলেটট্রেন (Bullet Train)কবেথেকেশুরুহতেচলেছেতানিয়েআলোচনাচলছে।বহুপ্রতীক্ষিতমুম্বই-আহমেদাবাদবুলেটট্রেনপ্রকল্পেরকাজ শোনা যাচ্ছে শেষের দিকে। এনএইচএসআরসিএল (NHSRCL) মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডোরের জন্য গুজরাটের সুরাট শহরে ৫৩ নম্বর জাতীয় সড়কের উপর ৭০ মিটার দৈর্ঘ্যের প্রথম ইস্পাত সেতু নির্মাণ করেছে।