পরবর্তী উপরাষ্ট্রপতি কে হচ্ছেন? শীঘ্রই মিলবে জবাব

শুধু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বাকি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতির চূড়ান্ত পর্বে পৌঁছেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়ে দিয়েছে, শীঘ্রই ঘোষণা করা হবে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট।

কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনার প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের তালিকা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা বাকি।

প্রসঙ্গত, সম্প্রতি আকস্মিকভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। যদিও তিনি কারণ হিসেবে স্বাস্থ্য সমস্যার কথা বললেও, বিরোধী রাজনৈতিক মহল তা ঘিরে প্রশ্ন তোলে। ধনখড়ের ইস্তফা নিয়ে নানা রাজনৈতিক জলঘোলা হলেও নির্বাচন কমিশন সেই বিতর্কে না গিয়েই নতুন নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছে।

x

ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৬৮(২) অনুযায়ী, উপরাষ্ট্রপতি কোনও কারণে পদত্যাগ করলে বা পদ খালি হলে, সর্বাধিক দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করতে হয়। যেহেতু ধনখড় প্রায় তিন বছর দায়িত্ব পালন করার পর পদত্যাগ করেছেন, তাই তাঁর উত্তরসূরি পূর্ণ মেয়াদ অর্থাৎ পাঁচ বছরের জন্য দায়িত্বে আসবেন। এবং এই পদে অস্থায়ীভাবে কাউকে নিযুক্ত করার কোনও সুযোগ নেই, এ কারণেই এত দ্রুত পদক্ষেপ নিচ্ছে কমিশন।