ইন্দোরে নবজাতকের মৃত্যু: ইঁদুরের কামড়ে মর্মান্তিক ঘটনা, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ইঁদুরের কামড়ে মর্মান্তিক ঘটনা, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-03 9.46.09 PM

নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ইন্দোরের এক হাসপাতালের ভেতর ইঁদুরের কামড়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনার পর মুখ্যমন্ত্রী মোহন যাদব কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের সরকার কোনো ধরনের অবহেলা বরদাস্ত করবে না। আমি কালেক্টরকে নির্দেশ দিয়েছি এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে জানিয়েছি। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রীকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।