New Update
/anm-bengali/media/media_files/rrR3oSjpo8qDJjjwYxNK.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরও একটি নতুন বছর শুরু করল যাত্রা। পুরাতন সকল কিছুকে বিদায় জানিয়ে নতুন কিছু করার লক্ষ্যে, কিংবা গড়ার লক্ষ্যে এগিয়ে চলল বিশ্ব। ফের একটি বছর সাক্ষী থাকতে চলেছে খারাপ-ভালো, সুখ-দুঃখের ঘটনা প্রবাহের। আজ থেকে শুরু হল ২০২৪। আর সেই নতুন বছরের নতুন সূর্যোদয়ের সুন্দর দৃশ্য ধরা পড়ল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পুনেতে সূর্যদয়ের একটি ভিডিও ধরা পড়েছে। অদ্ভুত সেই রূপে মোহিত গোটা দেশ।
A new dawn in the new year 2024 as the Sun rises in Maharashtra's Pune pic.twitter.com/KITAaESqKz
— ANI (@ANI) January 1, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us