আর কতদিন জেলে? নিউ স্টেপ অনুব্রতর

সামনেই ভোট। বীরভূমে অনুব্রত মণ্ডলকে ছাড়াই সম্পন্ন প্রস্তুতি। এদিকে তিহারে বন্দি কেষ্ট। এবার নিলেন নিউ স্টেপ। তবে কি, মামলার দ্রুত নিষ্পত্তি চাইছেন? ফিরতে চাইছেন রাজনীতির ময়দানে?

author-image
Pallabi Sanyal
New Update
dd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সোমবারই বীরভূমে নির্বাচনী প্রচার সারলো তৃণমূল। সশীরে হাজির হতে না পারলেও মুঠো ফোনে বার্তা রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে তার মুখে শোনা যায় অনুব্রত মণ্ডলের নাম। কেষ্ট ও তার মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, উপযুক্ত প্রমাণ রয়েছে কিনা তাদের বিরুদ্ধে। এই ঘটনার পর মঙ্গলবারই নতুন স্টেপ নিলেন বীরভূম জেলার তিহারবন্দি তৃণমূল জেলা সভাপতি। গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বহুবার মামলা আসানসোল আদালতে স্থানান্তরের আর্জি জানিয়েছিলেন তিনি। এবার তিনি আস্থা হারালেন বিচারপতির ওপর। এজলাস বদলের আবেদন জানালেন অনুব্রত।  জানা যাচ্ছে যে  দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে মামলা সরানোর জন্য পিটিশন দাখিল করেছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর দাবি, সুবিচার মিলছে না   রাউজ অ্যাভিনিউ কোর্টের স্পেশাল সিবিআই বিচারপতি রঘুবীর সিংয়ের বেঞ্চে। তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনুব্রত। এমনকি তার করা বেশ কিছু মন্তব্য নাকি সমর্থন যোগ্য বলে মনে হয়নি কেষ্টর। সোমবার এজলাস বদলের আবেদনের শুনানি হয় স্পেশাল সিবিআই জাজ অরুণ ভরদ্বাজের এজলাসে। এর পাল্টা ইডির কোনো বক্তব্য রয়েছে কিনা তা জানতে চান বিচারপতি। ইডির আইনজীবী অবশ্য মতামত জানানোর জন্য সময় চেয়েছেন। বিচারপতি ১০ দিন সময় দিতে চাইলেও ইডির আইনজীবীর অনুরোধে তা বাড়িয়ে ১৪ দিন করেন।মামলার পরবর্তী শুনানি হবে ১৯ শে জুলাই।