New Update
/anm-bengali/media/media_files/KZDToIQKm8h8z1iCWDxP.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: জুলাই মাসে শুরু হচ্ছে বাদল অধিবেশন। চলবে আগস্ট মাস পর্যন্ত। দিল্লিতে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। এই বছর সেই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা গিয়েছিল যে, নতুন সংসদ ভবনে হবে বাদল অধিবেশন। কিন্তু পরে জানা গেল, নতুন ভবনে নয়, পুরনো ভবনে শুরু হবে বাদল অধিবেশন।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি জানান, নতুন সংসদ ভবনে নয়, পুরোনো সংসদ ভবনে শুরু হবে বাদল অধিবেশন। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। চলবে ১১ আগস্ট পর্যন্ত।
#WATCH | Delhi: "Monsoon session of Parliament will start in the old building...", says Union Minister Meenakshi Lekhi pic.twitter.com/QchC6pnDrK
— ANI (@ANI) July 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us