/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-এর যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের অগস্ট মাসের,ভারত-বাংলাদেশ হোয়াইট বল সিরিজ (তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ) আপাতত স্থগিত করা হয়েছে। এই সিরিজটি এখন ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। দুই বোর্ডের আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় দলের আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং নানান সুযোগ-সুবিধা বিবেচনায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে বলে বিসিসিআই (BCCI) এক বিবৃতিতে জানিয়েছে। এই বিষয়ে বিসিবি (BCB) জানিয়েছে, “আমরা ২০২৬ সালের সেপ্টেম্বরে, ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছি। এই বহুল প্রত্যাশিত সিরিজের নতুন তারিখ ও সূচি শীঘ্রই জানানো হবে।”
The Bangladesh Cricket Board (BCB) and the Board of Control for Cricket in India (BCCI) have mutually agreed to defer the white-ball series, three ODIs and three Twenty 20 Internationals, between Bangladesh and India from August 2025 to September 2026.
— ANI (@ANI) July 5, 2025
This decision has been… pic.twitter.com/10v92LJKgq