সাংসদের জন্য প্রস্তুত নতুন রাস্তা! দেখুন

কাছাকাছি, পাশাপাশি দুই ভবন। কথা হচ্ছে দিল্লিতে অবস্থিত সংসদ ভবন দুটোর। অধিবেশনের সময় এখানেই জড়ো হন সাংসদরা। আজ থেকে শুরু নতুন পথ চলা। পুরনোকে ভুলে নতুন ভবনে অসছে অধিবশন।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
ওেোে

নিজস্ব সংবাদদাতা : নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন বসার আগে প্রস্তুত করিডোর। সাংসদদের জন্য খুলে গেল নতুন রাস্তা। এই করিডোর দিয়েই হেঁটে পুরনো ভবন থকে নতুন ভবনে সংবিধানের কপি নিয়ে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাসের সাক্ষী থাকা পুরনো সংসদ ভবনকে পাকাপাকি ভাবে বিদায় জানানর সময় হয়েছে। তার আগে চলছে নানা অনুষ্ঠান। দুপুরেই নতুন সংসদ ভবনের গৃহ প্রবেশ।