এই রাস্তায় যাওয়ার আগে নতুন আপডেট জেনে নিন -

আজকের জন্য একটি সড়ক আপডেট জারি করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: ভারী বৃষ্টির জের। আর তার জেরে রাস্তায় নামলো ফের ধস। পিথোরাগড় জেলা পুলিশ আজ, ২৩ আগস্ট ২০২৫ তারিখের জন্য একটি সড়ক আপডেট জারি করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে বহু রাস্তায় বন্ধ পাহাড়ি ধস নামার কারণে। বন্ধ সড়ক রুটগুলি হল – থাল – মুন্স্যারি (SH) রুট, মুন্স্যারি – মিলাম (সীমান্ত) রুট, ধরচুলা – তাওয়াঘাট (NH সীমান্ত) রুট এলাগড়ে বন্ধ, রামগঙ্গা – থাল – মুন্স্যারি (NH সীমান্ত) রুট ৪টি স্থানে বন্ধ বলে জানা যাচ্ছে।

GzAfhr8WcAAPfIt