নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর টানেল উদ্ধার অভিযানের দশম দিনে মিলেছে বিরাট সাফল্য। যোগাযোগ স্থাপন হয়েছে আটকা পড়া শ্রমিকদের সাথে। তাঁদেরকে দেখা গেছে, তাঁদের সাথে কথা বলা গেছে। আর এবার বিভিন্ন ভাবে চেষ্টা চলছে তাঁদেরকে উদ্ধার করার।
বিভিন্ন পথ দিয়েই চেষ্টা চলছে উদ্ধার প্রক্রিয়া। বেশ কিছু ক্ষেত্রে রাস্তা সরু হওয়ায় উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। উদ্ধার কাজে ব্যবহৃত বড় বড় ড্রিলার মেশিন, ল্যাডার মেশিন রাস্তায় আটকে থাকায় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ছে। তাই যাতে সহজে মেশিন গুলি উদ্ধার স্থলে পৌঁছতে পারে তাই সিল্কিয়ারা টানেলের কাছের রাস্তা এবার চওড়া করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)