/anm-bengali/media/media_files/RH96QHWlZvwgt0aWjonn.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়া এখন আরো স্মার্ট। দিন দিন ক্যাশলেস হচ্ছে মানুষ। বদলে বাড়ছে অনলাইনে লেনদেন। ডিজিটাল ইন্ডিয়ার গ্রহণযোগ্যতা বাড়ছে। এবার নিফ রেকর্ড গড়লো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া। সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একটি ভিডিও ট্যুইট করেছেন তিনি। ভিডিওয় এক মহিলাকে সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে বাজারে বসে। এমনকি ক্রেতা যখন তাকে সবজির দাম দিতে যাবেন তখন একটি অন্যালুমিনিয়ামের পাত্র যেটি কিনা দাঁড়িপাল্লায় বাটখাড়ার সঙ্গে রাখা ছিল সেটা ক্রেতার দিকে উল্টো করে এগিয়ে দিলেন। ওই পাত্রের পেছনেই লাগানো আছে কিউ আর কোড। যেটায় স্ক্যান করে অনায়াসেই মিটিয়ে দেওয়া যাবে সবজির দাম। নগদ নয়, ক্যাশলেস পদ্ধতিতে এভাবেই অভ্যস্ত হয়ে উঠছে সকলে।এর আগে অগাস্টে জার্মানির ফেডারেল ডিজিটাল এবং ট্রান্সপোর্ট মন্ত্রী ভলকার উইসিং-এর একটি ভিডিও এভাবেই ভাইরাল হয়েছিল, যেখানে তাকে ভারতের এক সবজি বাজারে ইউপিআই ব্যবহার করতে দেখা যায়। তিনি পদ্ধতিতে খুবই মুগ্ধ হন।
Digital India achieves new record. UPI payment transactions cross 10 billion mark in August-23. pic.twitter.com/xXaqQRRXpb
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) September 1, 2023
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us