নতুন আয়কর বিল আলোচনা হবে কখন? জানিয়ে দিলেন সীতারামন

জেনে নিন এই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
nirmala-Cover-ihk41r89hurtqnupv325j72l51-20181218020119.Medi

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সংসদের বর্ষাকালীন অধিবেশনে নতুন আয়কর বিলটি আলোচনার জন্য উত্থাপিত হবে। লোকসভায় অর্থ বিল ২০২৫-এর উপর আলোচনার জবাবে সীতারামন বলেন, ১৩ ফেব্রুয়ারি সংসদে উত্থাপিত নতুন আয়কর বিলটি বর্তমানে সিলেক্ট কমিটি কর্তৃক যাচাই-বাছাই করা হচ্ছে।

nirmalaah.jpg

সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম দিনের মধ্যে সিলেক্ট কমিটিকে তার প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।