/anm-bengali/media/media_files/fcywYLELwxkMFjigGO8z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সাফল্য পেল ডিআরডিও (DRDO)। জানা গিয়েছে, নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি (Agni Missile) প্রাইম ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওড়িশা উপকূলের ডঃ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে উড্ডয়ন করে। ফ্লাইট পরীক্ষার সময়, সমস্ত উদ্দেশ্য সফলভাবে প্রদর্শিত হয়েছিল। এদিকে বিশিষ্ট মহলের মতে, ভারতের এহেন সাফল্যে থরথর করে কাঁপবে চিন, পাকিস্তান। অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের তিনটি সফল পরীক্ষার পর এটিই ছিল প্রথম প্রাক-ইনডাকশন নাইট উৎক্ষেপণ। এই সংস্করণটি বেশ নির্ভুল এবং মারাত্মক ছিল বলে দাবি করেছে ডিআরডিও। ক্ষেপণাস্ত্রের তথ্য সংগ্রহের জন্য টার্মিনাল পয়েন্টে দুটি ডাউনরেঞ্জ জাহাজসহ বিভিন্ন স্থানে রাডার, টেলিমেট্রি এবং ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মতো বেশ কয়েকটি রেঞ্জ যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছিল।
New Generation Ballistic Missile Agni Prime was successfully flight tested by DRDO on 7th June at around 7:30 pm from Dr APJ Abdul Kalam Island off the coast of Odisha. During the flight test, all objectives were successfully demonstrated. pic.twitter.com/aG2g4FEEXs
— ANI (@ANI) June 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us