/anm-bengali/media/media_files/0JxvJuKCKZgRnFXH8SXj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে ১২ জন মন্ত্রী এবং ১ জন উপমুখ্যমন্ত্রীও শপথ নেবেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি বিমানবন্দর ত্যাগ করেছেন। জানা গিয়েছে, শপথ গ্রহণের জন্য ভারতীয় জোটের সঙ্গে যুক্ত বিরোধী দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
#WATCH | Congress leaders Sonia Gandhi, Rahul Gandhi, Priyanka Gandhi Vadra and Deepender S Hooda at Delhi airport, on their way to Hyderabad to attend the oath-taking ceremony of Revanth Reddy as Telangana CM
— ANI (@ANI) December 7, 2023
(Video source: Deepender S Hooda) pic.twitter.com/x2X3dGWqru
সূত্রে খবর, দুপুর ১টা ৪ মিনিটে এলবি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫৬ বছর বয়সী রেবন্ত রেড্ডি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ উপস্থিত থাকবেন। সোনিয়া ছাড়াও রাহুল, প্রিয়াঙ্কা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ১২ জন মন্ত্রীও শপথ নেবেন। রাজ্যে মোট ১৮ জন মন্ত্রী থাকতে পারেন।
প্রসঙ্গত, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছে কংগ্রেস। দলটি এখানে ১১৯ টি আসনের মধ্যে ৬৪ টি আসনে জিতেছে। একই সময়ে বিআরএস কমিয়ে ৩৯ করা হয়। বিজেপি জিতেছে ৮টি আসন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us