সংসদ ভবনের কর্মীদের পোশাকে এবার ফুটবে 'পদ্ম'!

পার্লামেন্টের নিউ বিল্ডিংয়ে নতুন ড্রেস কোড চালু হচ্ছে! বিশেষ ভাবনা মোদী সরকারের! পোশাকে আসছে চমক। বিশেষত্ব পদ্ম! জেনে নিন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
bgt

নিজস্ব সংবাদদাতা :  দিল্লিতে সংসদ ভবন থাকতেও নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে কম জল ঘোলা হয়নি। ১ জুন নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই গণেশ চতুর্থীর শুভ লগ্নে হতে চলেছে প্রথম অধিবেশন। আগামী ১৯ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশন। বিশেষ দিনে থাকছে বিশেষ চমক। চালু হচ্ছে ড্রেস কোড। পোশাক জুড়ে ফুটবে পদ্ম। এমনই ভাবনা ভেবেছে মোদী সরকার। জানা যাচ্ছে, নতুন সংসদ ভবনের কর্মীদের গায়ে উঠতে চলেছে পদ্ম পোটা পোশাক। তাদের জন্যই এই চমক। সংসদে মার্শালরা সাফারি স্যুটের পরিবর্তে ক্রিম রঙের কুর্তা পাবেন, পিজিডি বা সংসদ রক্ষাকারী নিরাপত্তা রক্ষীরাও একটি নতুন ইউনিফর্ম পাবেন, মহিলা কর্মচারীরা পুরনো ডিজাইনের বদলে নতুন ডিজাইনের শাড়ি পাবেন। পাঁচ দিনের বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ এবং 'এক দেশ-এক নির্বাচন' সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলে খবর। ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রলাহাদ জোশী। অধিবেশনের আলোচ্যসূচি শীঘ্রই প্রকাশ করা হবে। ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে। গণেশ চতুর্থী উপলক্ষে সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন ১৯ সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হবে।