BREAKING : যুদ্ধবিরতির মাঝেই বড় পদক্ষেপ ভারতের ! উত্তর প্রদেশে স্থাপিত হবে নতুন ব্রহ্মস ইউনিট

প্রতিরক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল ভারত।

author-image
Debjit Biswas
New Update
indian missile

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই প্রতিরক্ষার ক্ষেত্রে এক বড় সিদ্ধান্ত নিল ভারত। এবার উত্তর প্রদেশে ব্রহ্মস সুপারসোনিক মিসাইলের নতুন কারখানা স্থাপিত হতে চলেছে। মূলত ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে এই সুপারসোনিক মিসাইল তৈরী করা হয়েছিল। এই মিসাইল প্রায় ৩৫০-৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকেও সুচারু ভাবে আঘাত হাঁটে পারে।

indian missile strike