/anm-bengali/media/media_files/8mLMMERqMApT4t3dO1cv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে নেপালের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। তাঁর সঙ্গে থাকবেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
Prime Minister of Nepal Pushpa Kamal Dahal ‘Prachanda’, will be on an official visit to India from 31 May to 03 June at the invitation of Prime Minister Narendra Modi. This will be the first bilateral visit abroad by Nepal PM after assuming office in December 2022. He will be… pic.twitter.com/uwzE3sio81
— ANI (@ANI) May 27, 2023
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী সৌদ গত সপ্তাহে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করে সফর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এদিকে, ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শঙ্কর প্রসাদ শর্মা এই সপ্তাহে নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী প্রচণ্ডের আসন্ন সফর নিয়ে আলোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় জ্বালানি সহযোগিতা, জলসম্পদ, বাণিজ্য, ট্রানজিট এবং অবকাঠামো সম্পর্কিত বিষয়গুলো আলোচনা হবে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৩১ মে থেকে ০৩ জুন পর্যন্ত ভারত সফরে আসছেন। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে নেপালের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। তাঁর সঙ্গে থাকবেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল: পররাষ্ট্র মন্ত্রণালয়