নিজস্ব সংবাদদাতা: পটনা থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসকাণ্ডের আরও এক চক্রী হল গ্রেফতার। স্টেপ নিল সিবিআই। তদন্তভার নেওয়ার পর এই মামলায় এখনও পর্যন্ত ১০ জন সিবিআইয়ের হাতে গ্রেফতার হল। এবার ধৃতের নাম রাকেশ রঞ্জন।
/anm-bengali/media/media_files/ujujOTNbNbbfZXhqP0qS.jpg)
গত ২২ জুন এই প্রশ্নফাঁসকাণ্ডের তদন্ত করার দায়িত্ব নেয় সিবিআই।
/anm-bengali/media/post_attachments/1d5d54467cf1a54063eedc2db3d9307541544ac2a8e7795b9cdd20dbaea09cdf.jpeg)