ভয় ধরাচ্ছে বৃষ্টি, রাস্তায় রাস্তায় নামলো NDRF টিম

কোথাও কোমর অবদি তো কোথাও হাঁটু অবদি জল দাঁড়িয়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
water delhii.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতভর বৃষ্টিতে বহু জায়গায় এই মুহুর্তে জলের তলায়। কোথাও কোমর অবদি তো কোথাও হাঁটু অবদি জল দাঁড়িয়ে। এখন পর্যন্ত, মহারাষ্ট্রের বিভিন্ন অংশে চলমান বৃষ্টির কারণে, থানে, ভাসাই (পালঘর), মহাদ (রায়গড়), চিপলুন (রত্নগিরি), কোলহাপুর, সাংলি, সাতারা ঘাটকোপার, কুরলা এবং সিন্ধুদুর্গে NDRF-এর টিম মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বন্যার মতো পরিস্থিতির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে নিয়মিত ৩টি দল আন্ধেরিতে এবং ১ টি দল নাগপুরে মোতায়েন থাকবে বলে জানিয়েছে NDRF।

NDRFF.jpg

Adddd