New Update
/anm-bengali/media/media_files/Gwbip9gd13wSy1x9NOxb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হল বাংলা। আজ সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজরে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় ইতিমধ্যেই প্রায় ২৫ জন আহত এবং ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/b4e94a5d53b3655b87ab9fee900ff6c70b136751345743f7e54e27448f2bd78d.jpeg)
ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। তারা এসে ট্রেনের বগির মধ্যে থেকে আহত এবং নিহতদের বের করে আনার চেষ্টা করছে।
/anm-bengali/media/post_attachments/ede9b037e19cddf28b406a1e037565b5c269b360241590e6295aed1ce5a6a090.jpeg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, মালগাড়ির ওপরে ট্রেনের একটি কামরা উঠে যাওয়ায় এখনই গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়।
/anm-bengali/media/post_attachments/400debdd806e93fd0c88917eedc9e204e9e49df425442e8dfb871a2e47b843ad.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us