জলের তলায় এলাকা, ত্রাণ পৌঁছে দিলেন 'হিরো' NDRF কর্মীরা

বৃষ্টি কবে থামবে বা জল কবে নামবে সেই উত্তর খুঁজছেন রাজ্যবাসী।

author-image
SWETA MITRA
New Update
ndrf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বারবার বৃষ্টি, বন্যার জেরে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর (Tamilnadu)। কার্যত জলের তলায় চলে গিয়েছে রাজ্যের একের পর এক জেলা। যদিও দ্রুত তৎপরতার সঙ্গে কাজ করছে এনডিআরএফ (NDRF)।  তামিলনাড়ুরথুথুকুডিরবন্যাকবলিতএলাকায়ত্রাণসামগ্রীবিতরণকরছেনএনডিআরএফকর্মীরা।