প্রাকৃতিক দুর্যোগে জেরবার উত্তরাখন্ড ! নিখোঁজ ৫০-এরও বেশি, নিহত ৩, বড় তথ্য সামনে আনলো সেনাবাহিনী

কি আপডেট দিল সেনাবাহিনী ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্রমশ জেরবার হয়ে পড়ছে উত্তরাখন্ড। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর একটি আপডেট অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ৩ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আপাতত ৫০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী আরও জানিয়েছে যে, তাদের এক জেসিও (JCO) এবং আটজন জওয়ানও নিখোঁজ রয়েছেন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আহত সকলের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সর্বশেষ আপডেট অনুযায়ী উদ্ধার এই অভিযানের সময় নয়জন সেনাকর্মী এবং তিনজন সাধারণ নাগরিককে হেলিকপ্টারে করে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এছাড়াও, গুরুতর আহত তিনজন সাধারণ নাগরিককে অ্যাম্বুলেন্সে করে এইমস হৃষিকেশে স্থানান্তরিত করা হয়েছে। আটজন সাধারণ নাগরিককে উত্তরকাশীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ndrf new 1