/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর প্রতিক্রিয়া জানালেন জেডিইউ (JD(U)) নেতা অরুণ কুমার। তিনি বলেন, “এটা জনগণের ম্যান্ডেট। মানুষ উন্নয়ন, চিন্তা-ভাবনা, মতাদর্শ ও সম্প্রীতির ওপর নিজেদের অনুমোদনের সীল মেরেছে।”
/anm-bengali/media/post_attachments/9cb91690-4ae.png)
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের যুগল নেতৃত্ব বিহারের গ্রাম, কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তাদের এই যৌথ নেতৃত্ব—যাকে তিনি “জয়েন্ট ভেঞ্চার” বলে উল্লেখ করেন—রাজ্যের অগ্রগতিকে আরও গতি দিয়েছে।
আরজেডি নেত্রী রোহিনী আচার্যর রাজনীতি ছাড়া ও পরিবার ত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অরুণ কুমার বলেন, “পরিবার শাসন করতে পারে না। এটা তাদের পারিবারিক বিষয়। এর সমাধান তাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।”
#WATCH | Patna, Bihar: On NDA's landslide victory in #BiharElection2025, JD(U) leader Arun Kumar says, "This is the people's mandate. People stamp their approval on development, thoughts, ideology, and harmony. The joint venture of PM Modi's leadership and CM Nitish Kumar's… pic.twitter.com/DPnVqu1AmU
— ANI (@ANI) November 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us