বিহার নির্বাচনে এনডিএ-র বিপুল জয়—“এটা জনগণের ম্যান্ডেট”, মন্তব্য জেডিইউ নেতা অরুণ কুমার

উন্নয়ন, ভাবনা ও সম্প্রীতির প্রতি মানুষের আস্থা—মোদী-নিতীশ নেতৃত্বের যুগলবন্দিতেই সম্ভব, বললেন তিনি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর প্রতিক্রিয়া জানালেন জেডিইউ (JD(U)) নেতা অরুণ কুমার। তিনি বলেন, “এটা জনগণের ম্যান্ডেট। মানুষ উন্নয়ন, চিন্তা-ভাবনা, মতাদর্শ ও সম্প্রীতির ওপর নিজেদের অনুমোদনের সীল মেরেছে।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের যুগল নেতৃত্ব বিহারের গ্রাম, কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব স্তরে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। তাদের এই যৌথ নেতৃত্ব—যাকে তিনি “জয়েন্ট ভেঞ্চার” বলে উল্লেখ করেন—রাজ্যের অগ্রগতিকে আরও গতি দিয়েছে।

আরজেডি নেত্রী রোহিনী আচার্যর রাজনীতি ছাড়া ও পরিবার ত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অরুণ কুমার বলেন, “পরিবার শাসন করতে পারে না। এটা তাদের পারিবারিক বিষয়। এর সমাধান তাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।”