এনডিএ-ই ফিরবে বিপুল সংখ্যাগরিষ্ঠতায়: পশ্চিম চম্পারণে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে

“ক্ষমতার অহংকার নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করে এনডিএ”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-11 9.38.06 PM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিহার নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে নেমে কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে এনডিএ-র জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তাঁর দাবি, এনডিএ ক্ষমতায় এলে কখনও ক্ষমতার অহংকার দেখায় না, বরং সবার সঙ্গে নিয়ে সেবার মনোভাব নিয়ে কাজ করে। দুবে বলেন, “এনডিএ যখনই ক্ষমতায় এসেছে, কখনও ক্ষমতার দম্ভ দেখায়নি। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি, উন্নয়নমুখী প্রকল্প নিই এবং সবাইকে সঙ্গে নিয়ে এগোই।”

তিনি আরও দাবি করেন যে, “নিতীশ-মোদী জুটি বিহারের উন্নয়নে অসাধারণ কাজ করেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে। এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে।” মহাগঠবন্ধনের দিকে ইঙ্গিত করে দুবে বলেন, “এদের এখন একটাই জিনিস বাকি—ভোটগণনার দিন বলবে ভোট চুরি হয়েছে, ইভিএম হ্যাক হয়েছে। কারণ এমন অভিযোগ করা ওদের অভ্যাসে পরিণত হয়েছে।”