/anm-bengali/media/media_files/2025/11/01/screenshot-2025-11-01-2025-11-01-14-27-47.png)
নিজস্ব সংবাদদাতা:বিহার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হচ্ছে। এবার এনডিএ-র কর্মসংস্থান পরিকল্পনা সামনে রেখে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি।
/anm-bengali/media/post_attachments/1849d35f-d73.png)
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যদি কোনও সরকার বার্ষিকভাবে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থার দিকে এগিয়ে থাকে, তাহলে সেটি এনডিএ সরকারই। প্রিয়াঙ্কা গান্ধীর কর্মসংস্থান নিয়ে কোনও আগ্রহ নেই। যদি সত্যিই থাকত, তবে তাঁকে রায়বেরেলি ছেড়ে ওয়ায়ানাড যেতে হতো না।”
তিনি আরও বলেন, “আমরা আগামী পাঁচ বছরে দেশে এক কোটি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এর জন্য প্রতিটি জেলায় মেগা স্কিল সেন্টার গড়ে তোলা হচ্ছে, যাতে যুবসমাজ প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।”
#WATCH | Patna, Bihar: BJP MP Manoj Tiwari says, "If any government works under a permanent employment arrangement on an annual basis, then that is the NDA. Since Priyanka Gandhi has no interest in providing employment, if she did, she wouldn't have had to go from Raebareli to… pic.twitter.com/2hA7v82VPM
— ANI (@ANI) November 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us