এনডিএ প্রার্থীর ওপর ভরসা রাখছেন এই কেন্দ্রীয় মন্ত্রী

'সিপি রাধাকৃষ্ণণের সমর্থনে দাঁড়িয়ে আছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maannewsimage26112024_155819_eknath_shinde

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলছে উপরাষ্ট্রপতি নির্বাচন। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান এদিন এই প্রসঙ্গে  বলেন, "এনডিএ ঐক্যবদ্ধ এবং আমরা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণের সমর্থনে দাঁড়িয়ে আছি। অনেক বিরোধী সাংসদও এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণের উপর আস্থা রেখেছেন। যদি তারা তাদের বিবেকের কণ্ঠস্বর শুনতে পান, তাহলে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ বিপুল ভোটে নির্বাচনে জয়ী হবেন"।

আসন্ন বিহার বিধানসভা নির্বাচন সম্পর্কে এদিন তিনি বলেন, "এনডিএ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সর্বকালের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হব। আসন ভাগাভাগি শীঘ্রই ঘোষণা করা হবে"।

chirag paswannj.jpg