নিজস্ব সংবাদদাতা: সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে টেলিভিশন বিতর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন এনডিএ জোটের সাংসদরা। ওই মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি।
/anm-bengali/media/post_attachments/249bef8d-19b.png)
বিক্ষোভে অংশ নেওয়া এনডিএ সাংসদরা অভিযোগ করেন, টিভি বিতর্কের নামে মহিলাদের প্রতি অপমানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না। ডিম্পল যাদব একজন নির্বাচিত প্রতিনিধি এবং একজন নারী—তাঁর সম্মানের বিরুদ্ধে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।
তাঁরা এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মৌলানা সাজিদ রশিদির বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন।
ডিম্পল যাদবকে নিয়ে মন্তব্যে সংসদের বাইরে এনডিএর বিক্ষোভ
দিল্লি | সংসদের বাইরে ডিম্পল যাদবকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এনডিএ সাংসদদের বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা: সাংসদ ডিম্পল যাদবকে নিয়ে টেলিভিশন বিতর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন এনডিএ জোটের সাংসদরা। ওই মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি।
বিক্ষোভে অংশ নেওয়া এনডিএ সাংসদরা অভিযোগ করেন, টিভি বিতর্কের নামে মহিলাদের প্রতি অপমানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না। ডিম্পল যাদব একজন নির্বাচিত প্রতিনিধি এবং একজন নারী—তাঁর সম্মানের বিরুদ্ধে এমন মন্তব্য অগ্রহণযোগ্য।
তাঁরা এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মৌলানা সাজিদ রশিদির বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন।