বৈঠকে চমক! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে NDA-র দুই প্রস্তাব পাস

দিল্লিতে NDA মুখ্যমন্ত্রীদের বৈঠকে দুটি প্রস্তাব পাস—অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনী ও মোদীকে অভিনন্দন, সঙ্গে জাতিগত জরিপ নিয়ে আলোচনা।

author-image
Debapriya Sarkar
New Update
bhhjkkl

নিজস্ব সংবাদদাতা : NDA জোটের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের বিশেষ বৈঠক শেষে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এখানে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে—প্রথমটি ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত এবং দ্বিতীয়টি জাতিগত জরিপ নিয়ে।

vfbgnh

একনাথ শিন্ডে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে অপারেশন সিন্দুরে সাফল্য পেয়েছে, তা নিঃসন্দেহে গর্বের। সবাই প্রধানমন্ত্রী মোদী ও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।”তিনি আরও জানান, মহারাষ্ট্রে যেসব প্রশাসনিক সংস্কার আনা হয়েছে, সেগুলির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নিজেও। পাশাপাশি জাতিগত জরিপ নিয়েও আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে বলেও জানিয়েছেন শিন্ডে।