New Update
/anm-bengali/media/media_files/8CfhFg2sSWwiLSWsAa0q.jpg)
নিজস্ব সংবাদদাতা : আগামীকাল, ১৯শে আগস্ট, মঙ্গলবার সকাল ৯:৩০ টায় অনুষ্ঠিত হবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)-এর সংসদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সংসদের লাইব্রেরি ভবনের জি.এম.সি. বালায়োগী অডিটোরিয়ামে এই বৈঠকটি আয়োজিত হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। সম্প্রতি, মহারাষ্ট্রের রাজ্যপাল সি. পি. রাধাকৃষ্ণণকে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে বেশকিছু আলোচনা করবেন এবং জোটের সংসদ সদস্যদের সঙ্গে যাবতীয় কৌশল নির্ধারণ করবেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/gwixgvixyaa26es-2025-07-18-18-19-34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us