“এনডিএ জোট অটুট, বিহারে গঠিত হবে দ্বৈত ইঞ্জিন সরকার”— বিজেপি নেতা দীপক প্রকাশ

বিহার নির্বাচনের আসন বণ্টন সম্পন্ন, উন্নত ও বিকশিত বিহার গড়ার প্রতিশ্রুতি দিলেন বিজেপির সহ-প্রভারি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে থাকলেও, বিজেপির সহ-প্রভারি ও সাংসদ দীপক প্রকাশ রবিবার স্পষ্ট জানিয়ে দিলেন যে এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং ভাঙনের কোনো সম্ভাবনাই নেই।

দীপক প্রকাশ বলেন, “এনডিএ জোট অটুট এবং অবিচ্ছেদ্য। বিহার নির্বাচনের আসন বণ্টন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখব এবং ‘বিকশিত বিহার’-এর স্বপ্নকে বাস্তবে রূপ দেব।”

তিনি আরও যোগ করেন, “দ্বৈত ইঞ্জিন সরকার আবার বিহারে গঠিত হতে চলেছে। কেন্দ্র ও রাজ্য— দুই স্তরেই একসঙ্গে উন্নয়নের ইঞ্জিন কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারের প্রতিটি গ্রামে উন্নয়নের স্পর্শ পৌঁছে দেওয়া হবে।”

বিজেপি নেতার মতে, রাজ্যের মানুষ আবারও উন্নয়ন, সুশাসন ও কর্মসংস্থানের পক্ষে ভোট দেবেন। দীপক প্রকাশ বলেন, “বিহারের ভবিষ্যৎ নতুন গতিতে এগোবে। আমরা উন্নত অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন ও কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।”