New Update
/anm-bengali/media/media_files/EoFGJrckt6AyIylsjold.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা নীলেশ রাণে শরদ পাওয়ারকে 'আওরঙ্গজেবের পুনর্জন্ম' বলে বর্ণনা করায় মহারাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। নীলেশ রাণের এই বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে এনসিপি। বিজেপি নেতা নীলেশ রাণে মারাঠি ভাষায় টুইট করেছেন যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাওয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মাঝে মাঝে মনে হয় আওরঙ্গজেবের পুনর্জন্ম হয়েছে অর্থাৎ শরদ পাওয়ার।
সূত্রে খবর, পরে বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ।
#WATCH | Mumbai, Maharashtra | Nationalist Congress Party (NCP) workers protest today, against BJP leader Nilesh Rane's "Aurangzeb reborn as Pawar" tweet. The protesters were later detained by Police. pic.twitter.com/1RRFs6i1lD
— ANI (@ANI) June 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us