বিধানসভা, পুলিশের লাঠিচার্জ! আটক নেতা, দেখুন ভিডিও

'যুব সংগ্রাম যাত্রা' চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, এনসিপি-শরদ পাওয়ার গোষ্ঠীর নেতা রোহিত পাওয়ারকে নাগপুরে 'যুব সংগ্রাম যাত্রা' চলাকালীন পুলিশ আটক করেছে।

জানা গিয়েছে, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর বিধায়ক রোহিত পাওয়ার আয়োজিত 'যুব সংগ্রাম যাত্রা' আজ নাগপুরে শেষ হয়েছে। যাত্রা শেষে রোহিত পাওয়ার ও তাঁর সমর্থকরা বিধানসভায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর পরেই দলীয় কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন। যার জেরে পুলিশ লাঠিচার্জ করে রোহিত পাওয়ার ও তাঁর সমর্থকদের আটক করে।

hire