সব শেষ! ক্ষমা চাইলেন এনসিপি নেতা

সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইলেন সকলের কাছে।

New Update
 11908_25_7_2023_18_52_24_1_EMM_7717.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভগবান রাম সম্পর্কে ‘কুমন্তব্য’ করেছিলেন। যার পর থেকে সমস্যায় পড়েছেন এনসিপি নেতা। রাম ভক্তদের করা নজরে পড়েছেন তিনি। এমনকি পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। আর এবার শেষমেশ ক্ষমা চাইলেন তিনি।

সাংবাদিক বৈঠক করে তার "আমিষভোজী" মন্তব্যের জন্যে, এনসিপি-শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ ক্ষমা চাইলেন সকলের কাছে। এদিন তিনি হাতজড়ো করে সবার সামনে ক্ষমা চান। বলেন, “আমি দুঃখ প্রকাশ করছি। আমি কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি। সম্পূর্ণ নিরপেক্ষ এক মতামত দিয়েছিলাম। তবুও এর জন্যে কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকলে তাঁর জন্যে আমি সর্বান্তকরণ ক্ষমা চাইছি”।

 

hiren