চন্দ্রযানের সাফল্যে বিশেষ প্রার্থনা দুই হেভিওয়েট রাজনৈতিক দলের

উল্লেখ্য, ভারত আজ মহাকাশ জগতে ইতিহাস সৃষ্টি করতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) মিশন চন্দ্রযান-৩ আজ সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে নরম অবতরণ করবে। পুরো বিশ্ব এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে।

author-image
SWETA MITRA
New Update
shivsena.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ রাজনীতি ভুলে এবার চন্দ্রযান ৩-এর সাফল্যে এবার বিশেষ পুজোর আয়োজন করল এনসিপি ও শিবসেনা। আজ বুধবার চাঁদের বুকে চন্দ্রযান-৩-এর সফল  অবতরণের জন্য শ্রী গণেশ মন্দির টেকডিতে পুজো করলেন এনসিপি কর্মীরা। অন্যদিকে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য পুনের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করলেন শিবসেনার কর্মীরা। রইল ভিডিও…