বড় সাফল্য এনসিবি-মুম্বই-র!

ডোংরিতে মাদক চোরাচালান চক্রের হদিশ পেল এনসিবি-মুম্বই।

New Update
ন,ম্ন

collected

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে একটি বড় মাদক চোরাচালান সিন্ডিকেট ধরা পড়েছে। রাজ্যের রাজধানী মুম্বইয়ের ডোংরি  এলাকায় এনসিবি-মুম্বই দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। সিন্ডিকেটের তিন গুরুত্বপূর্ণ সদস্যসহ ৫০ কোটি টাকা মূল্যের ২০ কেজি মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। এটি এনসিবি-মুম্বইয়ের একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। একই সঙ্গে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদও চলছে। 

এনসিবি-মুম্বই জানিয়েছে, 'ডোংরি থেকে একটি বড় মাদক চোরাচালান সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে। বেশ কয়েকটি তল্লাশি অভিযানে ডোংরি থেকে ৫০ কোটি টাকা মূল্যের ২০ কেজি মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং সিন্ডিকেটের তিন প্রধান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নগদ ১ কোটি ১০ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ১৮৬.৬ গ্রাম ওজনের সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে।'