দেশকে বিভ্রান্ত করার কাজ করছেন রাহুল গান্ধী ! এবার গর্জে উঠলেন নায়াব সিং সাইনি

কি বললেন নায়াব সিং সাইনি ?

author-image
Debjit Biswas
New Update
Nayab Singh Sainiq1.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হরিয়ানার বিধানসভা নির্বাচন (Haryana Assembly Elections) নিয়ে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) করা ভোট জালিয়াতির অভিযোগের কড়া সমালোচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)। রাহুল গান্ধী দেশের মানুষকে ভুল পথে চালিত করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

RAHUL GANDHI

তিনি বলেন,''রাহুল গান্ধী দেশকে বিভ্রান্ত করার কাজ করছেন। কংগ্রেস এখন সমস্ত এজেন্ডা হারিয়ে ফেলেছে। তাই এখন তারা মিথ্যা ছড়িয়ে জাতিকে ভুল পথে চালিত করছে।"