Cyclone বিপর্যয় : ২৪ ঘন্টায় বাড়বে শক্তি! সমুদ্র থেকে দূরত্বে পর্যটকরা

গুজরাটে জারি বিপর্যয় সতর্কতা। তৎপর প্রশাসন। সমুদ্রে যেতে বারণ করা হয়েছে পর্যটকদের। মৎস্যজীবীদের জন্যও জারি নিষেধাজ্ঞা। রইলো ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
১২

নিজস্ব সংবাদদাতা : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়।  আইএমডি শনিবার জানিয়েছে যে আগামী ২৪ ঘন্টায় আরো শক্তি বৃদ্ধি ঘটবে ঘূর্ণিঝড়ের। তারপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী আগামী দুই দিনের মধ্যে কেরালার অবশিষ্ট অংশ এবং দক্ষিণ উপদ্বীপের অতিরিক্ত এলাকায় অগ্রসর হতে পারে। বিপর্যয়ের কারণে গুজরাটের নভসারিতে জারি সতর্কতা। নভসারি জেলা প্রশাসন মানুষকে সমুদ্র সৈকতে যেতে নিষেধ করেছে। যে কারণে সমুদ্রপ্রেমীদের সঙ্গে দূরত্ব বাড়ছে সমুদ্রের। 

প্রসঙ্গত, আরব সাগরে এ বছরের প্রথম ঘূর্ণিঝড় হল বিপর্যয়। নামকরণ করেছে বাংলাদেশ। নামের অর্থ বাংলায় "দুর্যোগ" বা "বিপর্যয়"।আরব সাগর উপকূলে ভালসাদের তিথাল সৈকতে উচ্চ ঢেউ লক্ষ্য করা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, ১৪ জুন পর্যন্ত তিথল সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে।