নিজস্ব সংবাদদাতাঃ নবরংপুরে বিজেপি কার্যকর্তা সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বিজেপি ভারতের এমন একটি রাজনৈতিক দল, যারা যা বলে তাই করে। ভারতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতার সঙ্কটের এই চ্যালেঞ্জ এই প্রথম কেউ গ্রহণ করলেন, তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজনীতি জাতপাত, ধর্মের নয়। আমাদের রাজনীতির ভিত্তি হচ্ছে ন্যায়বিচার ও মানবতা।”
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)