New Update
/anm-bengali/media/media_files/mIFbC3SpyDP8xcyfjqXO.jpg)
Navjot Singh Sidhu meet Mallikarjun Kharge
নিজস্ব সংবাদদাতাঃ জেল থেকে ছাড়া পেয়ে দেশের রাজনীতিতে ফের সক্রিয় ভূমিকায় নেমে পড়লেন নভজোত সিং সিধু (Navjot Singh Sidhu)। জেল থেকে ছাড়া পেয়ে রাহুল গান্ধীর প্রশংসার পঞ্চমুখ হয়েছিলেন। এরপর দিল্লিতে এসে সিধু দেখা করেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে। এবার প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেখা করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। সিধুর সাক্ষাতের সময় মল্লিকার্জুনের সঙ্গে ছিলেন অভিজ্ঞ কংগ্রেস নেতা জয়রাম রমেশও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us