ফের ওড়িশার তরুণীর চরম পরিণতি! ক্ষোভে ফুঁসে উঠলেন নবীন পট্টনায়েক

পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: ফের ওড়িশায় যুবতীর মর্মান্তিক পরিণতি! সকাল সকাল এক্স হ্যান্ডেলে সেই খবরই প্রকাশ্যে আনলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। এদিন টুইটে তিনি লেখেন, “বরগড়ের গায়সিলাটের আরও একটি মেয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে মারা গেছে জেনে গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং অনুতপ্ত। এই মেয়ের প্রতি আমার সমবেদনা রইলো এবং শোকের মুহূর্তে পরিবারের সদস্যদের পাশে রয়েছি। ঈশ্বর যেন পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমাদের মেয়েরা যেভাবে নিজেদের উপর দাহ্য পদার্থ ঢেলে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে, তাতে এক হৃদয়বিদারক চিত্র ফুটে উঠছে, যা অত্যন্ত বিরক্তিকর। এক মাসের মধ্যে একই রকম পরিস্থিতিতে চারজন মেয়ে প্রাণ হারিয়েছে। প্রতিটি নিরীহ প্রাণহানির মধ্যে ওড়িশার একজন মেয়ের বেদনা রয়েছে। এই চারটি মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় - এমন অনেক মেয়ে আছে যারা প্রতিদিন অপরাধের শিকার হওয়ার পর সবচেয়ে মর্মান্তিকভাবে মারা যাচ্ছে”।

naveen-patnaik