/anm-bengali/media/media_files/2025/10/28/screenshot-2025-10-28-15-pm-2025-10-28-22-04-39.png)
নিজস্ব সংবাদদাতা: বাগেশ্বর ধাম সরকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দেশজুড়ে জাতপাতবিরোধী বার্তা দিয়ে বলেছেন, “দেশে আজ সবচেয়ে বড় বিষ ছড়াচ্ছে জাতপাত। আমরা এই দেশে জাতপাত নয়, জাতীয়তাবাদ চাই। আমরা চাই সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব।”
/anm-bengali/media/post_attachments/52b5d392-13c.png)
শাস্ত্রী জানান, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই যাত্রার মূল উদ্দেশ্য, মানুষের মধ্যে জাতপাতের বিভাজনের বদলে একতার চেতনা জাগানো এবং পাশাপাশি যমুনা নদীর পরিশুদ্ধি নিয়ে জনগণকে সচেতন করা।
তিনি আরও বলেন, “আমরা চাই হিন্দু রাষ্ট্র মানুষের হৃদয়ে গড়ে উঠুক— ভালোবাসা, ন্যায় ও ঐক্যের মাধ্যমে।” শাস্ত্রীর এই আহ্বান ঘিরে উত্তর প্রদেশসহ বিভিন্ন স্থানে ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
#WATCH | Varanasi, UP | Bageshwar Dham Sarkar, Acharya Dhirendra Krishna Shastri says, "...The biggest poison being spread in the country is casteism. We want nationalism, not casteism, in this country. We want social harmony in this country...This padayatra is being carried out… pic.twitter.com/bw42QsffiU
— ANI (@ANI) October 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us