জাতপাত নয়, জাতীয়তাই হোক ভারতের পরিচয় — বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর বার্তা

দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত পদযাত্রায় সামাজিক সম্প্রীতি ও যমুনা পরিশুদ্ধির আহ্বান, শাস্ত্রীর বক্তব্য— “হিন্দু রাষ্ট্র গঠিত হোক মানুষের হৃদয়ে”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-28 10.04.15 PM

নিজস্ব সংবাদদাতা: বাগেশ্বর ধাম সরকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দেশজুড়ে জাতপাতবিরোধী বার্তা দিয়ে বলেছেন, “দেশে আজ সবচেয়ে বড় বিষ ছড়াচ্ছে জাতপাত। আমরা এই দেশে জাতপাত নয়, জাতীয়তাবাদ চাই। আমরা চাই সামাজিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ব।”

শাস্ত্রী জানান, ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দিল্লি থেকে বৃন্দাবন পর্যন্ত এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই যাত্রার মূল উদ্দেশ্য, মানুষের মধ্যে জাতপাতের বিভাজনের বদলে একতার চেতনা জাগানো এবং পাশাপাশি যমুনা নদীর পরিশুদ্ধি নিয়ে জনগণকে সচেতন করা।

তিনি আরও বলেন, “আমরা চাই হিন্দু রাষ্ট্র মানুষের হৃদয়ে গড়ে উঠুক— ভালোবাসা, ন্যায় ও ঐক্যের মাধ্যমে।” শাস্ত্রীর এই আহ্বান ঘিরে উত্তর প্রদেশসহ বিভিন্ন স্থানে ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।