জাতীয় ক্রীড়া গভর্ন্যান্স বিল ২০২৫: ‘ক্রীড়া ব্যবস্থাপনায় বড় মাইলফলক’ — গগন নারাং

গগন নারাং কি বললেন?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-13 10.56.24 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: অলিম্পিক পদকজয়ী শ্যুটার ও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সহ-সভাপতি গগন নারাং জাতীয় ক্রীড়া গভর্ন্যান্স বিল, ২০২৫-কে ক্রীড়া প্রশাসনে এক ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।

বিলটি নিয়ে প্রতিক্রিয়ায় নারাং বলেন, "এটি দীর্ঘদিনের অপেক্ষার ফল। বহু ক্রীড়াবিদ ও প্রশাসক ক্রীড়া প্রশাসন ও গভর্ন্যান্স কাঠামোয় উন্নতির আশায় ছিলেন। এই সিদ্ধান্ত আমাদের ক্রীড়া ইকোসিস্টেমকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য সঠিক গতি ও প্রেরণা দেবে বলে আমি মনে করি।"

তিনি আরও বলেন, "একটি উন্নত গভর্ন্যান্স কাঠামো অবশ্যই স্পনসর, ক্রীড়াবিদ ও অভিভাবকদের উৎসাহিত করবে যাতে তারা তাদের সন্তান ও অর্থ খেলাধুলায় বিনিয়োগ করেন। সামনে ভালো সময় আসছে বলে আশা রাখি।"

বিশেষজ্ঞদের মতে, এই বিল ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের সাফল্যের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে।