/anm-bengali/media/media_files/GXXZL4swIKhkDe28DvGl.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ যে কোনও দুর্ঘটনাই ভয়ঙ্কর। কিন্তু শুক্রবার বালেশ্বরের কাছে পরপর তিনটি ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে, তা বীভৎস বললেও কম বলা হবে। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, হাওড়়া-যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির সংঘর্ষে এখনও অবধি ২৯৫ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৯০০-রও বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে আরও। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব, রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্ব টুইট করে শোক প্রকাশ করেছিলেন। কাল থেকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, যারাই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন, তাঁদের সঙ্গেও ঘটনাস্থল ঘুরে দেখেন এবং দুঘর্টনা সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের জানান। কিন্তু এই বিপর্যয়ের মধ্য়েও শুরু হয়েছে রাজনীতি। এবার বালাসোর ট্রেন দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা।
#WATCH | Srinagar, J&K: This is a very sad incident...More than 250 people have died. If one train met with an accident then how come the other two trains were not stopped, there must be some error that needs to be investigated by an independent retired judge: National Conference… pic.twitter.com/O252nh0R1O
— ANI (@ANI) June 3, 2023
ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা বলেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা। মৃত্যু হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষের। যদি একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে অন্য দুটি ট্রেন কীভাবে থামানো হল না, সেখানে অবশ্যই কিছু ত্রুটি রয়েছে যা একজন স্বাধীন অবসরপ্রাপ্ত বিচারকের দ্বারা তদন্ত করা দরকার।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us