/anm-bengali/media/media_files/gvgMyaSFoVm5MLkmaoVE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্নের বাণ ছুঁড়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah)। আজ বুধবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "এই জাতির অংশ হতে পেরে আমরা গর্বিত। কিন্তু এই জাতির দায়িত্ব শুধু হিন্দুদের প্রতি নয়, ভারতে বসবাসকারী প্রত্যেকের প্রতিও। প্রধানমন্ত্রী শুধু একটি রঙের প্রতিনিধিত্ব করেন না, তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। গত ১০ বছরে কেন্দ্র কতজন কাশ্মীরি পণ্ডিতকে ফিরিয়ে এনেছেন?... বলবেন না যে আমরা ভারতের অংশ নই, আমরা পাকিস্তানি, বিশ্বাসঘাতক। আমরা এই জাতিরই অংশ।“
এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, "এই সরকার কাশ্মীরি পণ্ডিত হিন্দুদের জন্য কিছুই করেনি, এটা বলা ভুল এবং সংসদকে বিভ্রান্ত করছে।“
#WATCH | National Conference MP Dr Farooq Abdullah during #NoConfidenceMotion debate in Lok Sabha
— ANI (@ANI) August 9, 2023
"We stand proud to be part of this nation. But this nation has a responsibility not only to Hindus but to everybody who lives in India. PM doesn't represent only one colour, he… pic.twitter.com/kn4WRjhNT5
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us