/anm-bengali/media/media_files/DC1Joy0dpTVygHEy5g2O.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ‘১০০তম পদক এল ভারতের নারী শক্তির হাত ধরেই। আর সেই পদকও হল কিনা সোনা’। এমন ভাবেই মেডেলে সেঞ্চুরি হাঁকানোর পর টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন নিজের এক্স হ্যান্ডেলে ভারতকে শুভেচ্ছে জানান তিনি।
তিনি বলেন, “ভারতীয় নারীশক্তি ১০০তম মেডেলের রেকর্ড গড়ল। আর সেই ১০০তম মেডেল হল সোনা। এশিয়ান গেমসে বহু প্রতীক্ষিত স্বর্ণপদক জেতার জন্য মহিলা কাবাডি দলকে আন্তরিক অভিনন্দন। অসামান্য প্রতিভা, দক্ষতা, ব্যতিক্রমী দলগত কাজ, এবং অটল দৃঢ়তার সাথে, তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলাধূলার গৌরবকে সম্মানিত করেছে এবং গোটা দেশের কাছে গর্বের কারণ হয়ে উঠেছে। এ এক ঐতিহাসিক মুহুর্ত!”
🇮🇳'𝒔 #𝑵𝒂𝒓𝒊𝑺𝒉𝒂𝒌𝒕𝒊 𝒃𝒓𝒊𝒏𝒈𝒔 𝒉𝒐𝒎𝒆 𝒕𝒉𝒆 𝒉𝒊𝒔𝒕𝒐𝒓𝒊𝒄 1⃣0⃣0⃣𝒕𝒉 𝒎𝒆𝒅𝒂𝒍 𝒂𝒕 #𝑨𝒔𝒊𝒂𝒏𝑮𝒂𝒎𝒆𝒔2022 𝒘𝒉𝒊𝒄𝒉 𝒊𝒔 𝒂 𝑮𝑶𝑳𝑫🥇😍
— Anurag Thakur (@ianuragthakur) October 7, 2023
Heartiest congratulations to the Women's Kabaddi Team on winning the coveted GOLD medal at #AsianGames 👏
With sheer… pic.twitter.com/NBnpCGhPnv
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us