মোদির মনে বাংলা ! বিজয় দশমী উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী

শুভেচ্ছা বার্তায় কি লিখলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : বিজয় দশমী (Vijaya Dashami) উপলক্ষ্যে আজ সমগ্র দেশবাসীকে বিশেষ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের একটি টুইট বার্তায় তিনি এই উৎসবের তাৎপর্য তুলে ধরেছেন এবং সকলের জন্য শুভ কামনা করেছেন। নিজের টুইট বার্তায় তিনি লেখেন,'বিজয়া দশমী হল অশুভ এবং মিথ্যাকে পরাজিত করে মঙ্গল ও ন্যায়পরায়ণতার জয় উদযাপন করার উৎসব। সাহস, জ্ঞান এবং ভক্তি যেন সর্বদা আমাদের পথপ্রদর্শক হয়। আজ এই শুভ দিনে আমার সহ-ভারতীয়দের জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা।''

PM Narendra Modiw1.jpg

প্রধানমন্ত্রী মোদির এই বার্তাটি দেশের সকল নাগরিককে মঙ্গলের পথে চলার জন্য অনুপ্রাণিত করে এবং উৎসবের এই বিশেষ দিনে এক ইতিবাচক বার্তা দেয়।