মরিশাসের প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদী

বারাণসীতে আগমন। 

author-image
Aniket
New Update
G0k-g27bYAAuYzU

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী ড. নবীঞ্চন্দ্র রামগূলামকে স্বাগত জানান। ঐতিহাসিক কাশী নগরীতে তাঁর আগমনকে বিশেষ তাৎপর্যময় বলে উল্লেখ করেন মোদী। টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত ও মরিশাসের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও প্রাচীন। এই প্রেক্ষাপটে কাশীতে মরিশাসের প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করে।

দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতার সব দিক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। আলোচনায় অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সমুদ্র নিরাপত্তা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হন মোদী ও রামগূলাম