নিজস্ব সংবাদদাতা : আজ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজেই একথা টুইট করে জানালেন প্রধানমন্ত্রী মোদি। নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে আজ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে ফিনল্যান্ড একটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার প্রতি আমরা উভয়েই প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে।”
/anm-bengali/media/media_files/NjJkBhtYeZtreFY8su3T.jpg)
এই আলোচনা ভারত-ফিনল্যান্ড কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার ইঙ্গিত বলেই মনে করছে কূটনৈতিক মহল।