BREAKING: জম্মু-কাশ্মীরে ভারতের প্রথম কেব্‌ল-স্টে রেলসেতু ও বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা: আজ জম্মু ও কাশ্মীরে ভারতের প্রথম কেব্‌ল-স্টে রেলসেতু 'আঞ্জি সেতু' ও বিশ্বের সর্বোচ্চ রেল আর্চ সেতু 'চেনাব সেতুর' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আঞ্জি সেতু হল এক বিশেষ ধরনের সেতু, যেখানে তারের মাধ্যমে সম্পূর্ণ সেতুটি ধরে রাখা হয়েছে। এটি রেল পরিবহণের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। অপরদিকে চেনাব সেতু, চেনাব নদীর ওপর নির্মিত হয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৯ মিটার উঁচুতে অবস্থিত। অর্থাৎ এই সেতুটি আইফেল টাওয়ারের থেকেও বেশি উচ্চতায় অবস্থিত। এই সেতুগুলির উদ্বোধনের ফলে জম্মু-কাশ্মীরের রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং রেলের কৌশলগত গুরুত্বও বাড়বে।

narendra modiio1.jpg