New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ 'মন কি বাত'-এর ১২২তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনের অমিত নামের এক যুবকের ভূয়সী প্রশংসা করেন। সম্প্রতি একটি হাউজিং সোসাইটি থেকে মৌচাক না সরিয়ে মৌমাছিদের বাঁচানোর উদ্যোগ নেন অমিত। এবার এই যুবকের কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''মৌমাছিদের রক্ষা করা মানে শুধুই পরিবেশ রক্ষা করা নয়, তার সাথেই আমাদের কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মেরও সুরক্ষা সুনিশ্চিত করা।”
/anm-bengali/media/media_files/YLOJpXqtVpgu7dozhW2P.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us